ফেনী জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত
ফেনী জেলা ছাত্রলীগের দ্বি-বাষিক সম্মেলন আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী মিজান ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
জেলা ছাত্রীলগের সভাপতি জহিরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জমান সোহাগ।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহম্মদ নাসিম, বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।