সাগরে বাংলাদেশি : মন্ত্রী বললেন, আমাদের দেখার বিষয় না
সাগর পথে অবৈধভাবে মানবপাচারের বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়কমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দায়িত্ব তো আমাদের মন্ত্রণালয়ের না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের আনার ব্যবস্থা করবে। অবৈধ বিষয়টি কিন্তু আমাদের দেখার বিষয় না।’
আজ বৃহস্পতিবার বিকেলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে সৌদি আরবের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন এ কথা বলেন। urgentPhoto
অবৈধভাবে সাগর পাড়ি দেওয়া শ্রমিকদের ব্যাপারে মোশাররফ হোসেন বলেন, ‘এখানে আমাদের জড়িত হওয়া ঠিক হবে না। অবৈধ বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় তারাই এটা নেগোশিয়েট (আলোচনা) করছে। আমার মনে হয়, এটা তাদের লেভেলে রাখা উচিত।’
বেসরকারি রিক্রুটিং এজেন্সি বাদ দিয়ে সরকার জিটুজি পদ্ধতিতে মালয়েশিয়ায় লোক পাঠানোর সিদ্ধান্ত ভুল ছিল। সেই ব্যর্থতার কারণেই লোকজন অবৈধ পথে মালয়েশিয়া যাচ্ছে -গবেষণা সংস্থা রামরুর চেয়ারম্যানের এমন মন্তব্যেরও কড়া সমালোচনা করেন প্রবাসীকল্যাণমন্ত্রী। তিনি বলেন, ‘জিটুজি পদ্ধতিতে কম গেছে, উনার মতো একটা শিক্ষিত লোক যদি বলে থাকে, উনি অগ্র-পশ্চাৎ কিছু চিন্তা না করেই বলেছেন। আপনার কী ধারণা আছে কত লোক গেলে কম গেছে, কত লোক গেলে বেশি গেছে- এ রকম কোনো ধারণা নির্ধারণ করা আছে?’
সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, দেশটি আবার নারীকর্মীদের নিতে চায় রমজান মাসের আগেই। প্রতিনিধিদলকে অন্তত ২০ হাজার নারীকর্মী সৌদি পাঠানোর আশ্বাস দেন প্রবাসীকল্যাণমন্ত্রী।
তিনি সাংবাদিকদের বলেন, ১০০ রিক্রুটিং এজেন্সিকে অন্তত ২০০ জন করে নারীকর্মী নিবন্ধন করাতে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৈধ পথে বাংলাদেশ থেকে আরো কর্মী নেওয়ার বিষয়ে আগামী জুন মাসে মালয়েশিয়া সরকারের সাথে বৈঠক করা হবে বলেও জানান মন্ত্রী।