দিনাজপুরে স্থগিত তিন ইউনিয়নে ভোট গ্রহণ শুরু
দিনাজপুরে স্তগিত হওয়া তিন উপজেলায় তিনটি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে।
আজ সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বিরল উপজেলার ৮ নম্বর ধর্মপুর, বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ও পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নে এই ভোট গ্রহণ শুরু হয়।
নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন, সাধারণ সদস্য ২৯ ও সংরক্ষিত সদস্যপদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৩৯ হাজার ৯৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৩০৮ এবং নারী ভোটার ১৯ হাজার ৬৩৮ জন।
নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলোতে পুলিশ, র্যাব, বিজিবিসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন।