পিরোজপুরে নারী ভোটাররাই বেশি যাচ্ছেন কেন্দ্রে
পিরোজপুরের মঠবাড়িয়া, ভাণ্ডারিয়া, নাজিরপুর ও কাউখালী উপজেলায় স্থগিত আটটি ইউনিয়নের ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
কেন্দ্রগুলোতে মোট ১৬ হাজার ৫৭১ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে নারী ভোটারের উপস্থিতিই বেশি।
স্থগিত ১০টি কেন্দ্রে আওয়ামী লীগের পাঁচজন, বিএনপির চারজন, জেপির চারজন, ইসলামী আন্দোলনের দুজন, আওয়ামী লীগের বিদ্রোহী চারজন ও স্বতন্ত্র সাতজনসহ মোট ২৬ প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জেপি) ও আওয়ামী লীগ বিদ্রোহী মূল প্রার্থীরা মাঠে থাকলেও অন্য প্রার্থীরা মাঠ ছেড়েছেন আগেই।
মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা, দাউদখালী, টিকিকাটা ও বড়মাছুয়া ইউনিয়নের একটি করে কেন্দ্রে; ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের দুটি; নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠি ইউনিয়নের একটি এবং কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নে দুটি ও চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে একটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
এর মধ্যে মঠবাড়িয়া উপজেলার দাউদখালী, টিকিকাটা ও বড়মাছুয়া ইউনিয়নে শুধু সংরক্ষিত ও সাধারণ আসন পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ভোট গ্রহণের আগে ভোটারদের মধ্যে উৎকণ্ঠা থাকলেও সম্পূর্ণ শান্তি-শৃঙ্খলিতভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন তাঁরা।
বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন সতর্ক অবস্থানে রয়েছেন।
এর আগে গত ২৩ মার্চ অনুষ্ঠিত পঞ্চম ও শেষ দফার নির্বাচনে জেলার আটটি ইউনিয়নের এসব কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, ভোটকেন্দ্রে গোলাগুলি, কেন্দ্র দখলসহ বিভিন্ন কারণে ভোট গ্রহণ স্থগিত হয়। তবে মঠবাড়িয়ার ধানীসাফা ইউনিয়নের সাফা ডিগ্রি কলেজের কেন্দ্রটিতে ভোটগণনাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় বিজিবির গুলিতে পাঁচজন নিহত ও ২৫ জন আহত হন।