যশোরে বাসের ধাক্কায় কনস্টেবল নিহত
যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা এলাকায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় কৃষ্ণ কুমার ঘোষ নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
কৃষ্ণ কুমার ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাহাবাজপুর গ্রামের শিবপদ ঘোষের ছেলে। তিনি যশোরের বাঘারপাড়া থানার অধীনে খাজুরা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ হোসেন জানান, কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে একটি টেম্পোতে করে যশোর-মাগুরা সড়কে টহল দিচ্ছিলেন কৃষ্ণ কুমার। ভোর ৫টার দিকে টেম্পোতে জ্বালানি তেল নিতে তারা খাজুরা ফিলিং স্টেশনে যান। ওই সময় যশোরমুখী সোহাগ পরিবহনের একটি বাস কৃষ্ণ কুমারকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে অন্য পুলিশ সদস্যরা তাঁকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।