ঘোড়াঘাটে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের
বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল ব্যাটারিচালিত অটোভ্যানের চালক ও এক আরোহীর। আজ সোমবার সন্ধ্যায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে ঘোড়াঘাট উপজেলার পৌরশহরের চককাঁঠাল গ্রামের সাধন মাহাতোর ছেলে সেভেন মাহাতো (২৫) ও একই গ্রামের মন্টু মাহাতোর ছেলে পুরণ মাহাতো (২৭) ডুগডুগী বাজার থেকে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘোড়াঘাট থেকে হিলিগামী যাত্রীবাহী বাসটি ডুগডুগী বাজারের কাছে এসে অটোভ্যানটিকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সেভেন মাহাতো ও অটোভ্যানের চালক পুরণ মাহাতো ছিটকে পড়ে বাসের চাপায় নিহত হন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান চৌধুরী জানান, এই ঘটনার পরেই বাসের চালক ও সহকারী দ্রুত বাসটি রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী বাসটি আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে এবং বাসটি আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।