টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। আজ সোমবার রাত ৮টার দিকে মহাসড়কের সল্লা নামক স্থানে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাবুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক মিনহাজ মারাত্মক আহত হন। তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় যাওয়ার পথে তিনি মারা যান।
নিহত মিনহাজ কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের মাছুহাটা গ্রামের চান মিয়ার ছেলে।