বেনাপোলে ৪ হাজার বোতল ফেনসিডিলসহ মাইক্রোবাস আটক
বেনাপোলের পর্যটন মোটেলের সামনে থেকে চার হাজার বোতল ফেনসিডিলসহ একটি মাইক্রোবাস আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
১৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর লিয়াকত হোসেন জানান, ভারত থেকে পাচার হয়ে আসা বিপুলসংখ্যক ফেনসিডিল নিয়ে একটি মাইক্রোবাস ঢাকায় যাচ্ছে—এমন খবরের ভিত্তিতে বিজিবির সদস্যরা স্থানীয় পর্যটন মোটেলের সামনে অভিযান চালান। এ সময় ফেনসিডিলসহ মাইক্রোবাসটি আটক করা হয়।
লিয়াকত হোসেন বলেন, আটক ফেনসিডিলের মূল্য ২০ লাখ টাকা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।