যশোর কারাগারে হাজতির রহস্যজনক মৃত্যু
যশোর কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ বাবু (২৭) নামের এক হাজতির রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের আসামি হিসেবে গত ১৩ মে থেকে কারাগারে ছিলেন।
আজ শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে কারাগারের কয়েকজন রক্ষী হাজতি বাবুকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজল মল্লিক তাঁকে মৃত ঘোষণা করেন। বাবুর গলায় দাগ রয়েছে।
তবে চিকিৎসক কাজল মল্লিক বলেন, ‘ঘটনাটি আত্মহত্যা কি না তা ময়নাতদন্তের আগে বলা যাবে না।’
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মহিউদ্দিন হাজতির মৃত্যুর কথা স্বীকার করেন। তবে কীভাবে মৃত্যু হয়েছে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
কারাগারের সিনিয়র সুপার শাজাহান হোসেন বলেন, ‘হাজতি বাবু কারাভ্যন্তরের সিঁড়ির কোঠায় গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত কারারক্ষীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
শাজাহান হোসেন বলেন, ওই ওয়ার্ডে দায়িত্বরত প্রধান কারারক্ষী ও রক্ষীদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
মৃত বাবু যশোর শহরের খড়কী রেলগেট এলাকার আমির উদ্দিন ওরফে আমিরের ছেলে।