পিরোজপুরে শ্বাসরোধে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক
পিরোজপুর শহরের মাছিমপুর এলাকায় খাদিজা বেগম (২৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে খাদিজার স্বামী হাফিজুর রহমান পলাতক।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ মাছিমপুরের ধোপাবাড়ি সড়কের ভাড়া বাসা থেকে খাদিজার লাশ উদ্ধার করে। হাফিজুর ও খাদিজা দুজনের বাড়িই সদর উপজেলার দুর্গাপুর গ্রামে।
জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল ওয়ারেস জানান, ধারণা করা হচ্ছে, রাতে হাফিজুর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান। পরে এক বন্ধুকে মোবাইলে জানান খাদিজা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বন্ধুটি থানায় খবর দেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস ওই বাসায় গিয়ে বিছানায় শায়িত অবস্থায় খাদিজার লাশ পড়ে থাকতে দেখেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠান।
সহকারী পুলিশ সুপার আরো বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে। হাফিজুরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।