ঈশ্বরদীতে ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ ম্যুরালের উদ্বোধন
পাবনার ঈশ্বরদীর বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) কার্যালয়ের প্রধান ফটকের সামনে নবনির্মিত ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে ম্যুরালের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। এ উপলক্ষে প্রতিষ্ঠানের স্কুলমাঠে কৃষি ও পল্লী উন্নয়নে বঙ্গবন্ধুর অবস্থান শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মু খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিছুন্নবী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনবি) রফিকুল ইসলাম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, ড. শমজিত কুমার পাল, বিজ্ঞানী সমিতির মহাসচিব হাসিবুর রহমান, বিজ্ঞানী ড. কুয়াশা মাহমুদ।
শামসুর রহমান শরীফ এমপি বলেন, কৃষি ও কৃষকদের উন্নয়নের মাধ্যমে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তিনি কৃষিবিদদের নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। অনেকে কাজ করেছিলেন। কিন্তু স্বাধীনতাবিরোধীরা জাতিকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে। বাঙালি জাতির ইতিহাসকে যারা কলঙ্কিত করেছে সেই সব ঘৃণিত ব্যক্তিরা আজ তলিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন জনগণের পাঁচটি মৌলিক অধিকার পূরণের মাধ্যমে বর্তমান সরকার সোনার বাংলা বাংলা ও ডিজিটাল বাংলা গড়ার কাজ করে যাচ্ছেন।
‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ ম্যুরালের শীর্ষে স্থাপিত ১৬টি সূর্যের আলোকরশ্মি বিজয় দিবসের এবং ম্যুরালের বেদিতে স্থাপিত সাতটি স্তম্ভ বঙ্গবন্ধুর ৭ মার্চ স্বাধীনতার ঘোষণার ইতিহাসের সাক্ষ্য বহন করবে।
১৬ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্থের ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ ম্যুরালটি নির্মাণ করেছেন ভাস্কর মৃণাল হক।