টাঙ্গাইলে জেলহত্যা দিবস পালিত
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওই সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের প্রমুখ।