বান্দরবানে সাংগ্রাই পুনর্মিলনী
বান্দরবানে সাংগ্রাই উৎসব-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার ক্যায়ামলংপাড়া বিহার মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
উৎসব ঘিরে মারমা সম্প্রদায়ের লোকসংগীত, লোকনৃত্য, পিঠা উৎসব, রশি টানাটানি, সাংগ্রাই উৎসবের মডার্ন ড্যান্স এবং মারমাদের ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। নাচে-গানে উৎসব মাতিয়ে তোলেন মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বীর বাহাদুর অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় ঐতিহ্য-সংস্কৃতি ধরে রাখতে বর্তমান সরকার আন্তরিক। পার্বত্যবাসীর কল্যাণে সরকার নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সামগ্রিকভাবে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বদ্ধপরিকর আওয়ামী লীগ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, সিইয়ং ম্রো, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ক্যহ্লাখয় মারমা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা, আওয়ামী লীগ নেতা মংক্যচিং চৌধুরী, ডা. অংসুই মারমা, পাড়া কার্বারী চাইশৈ মংসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।