ঠাকুরগাঁওয়ের ধানকাটা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহজাহান আলী ওরফে মিলু নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হরিপুরের গেদুরা ইউনিয়নের উত্তর সোনামতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত শাহজাহান (৫৫) উত্তর সোনামতি গ্রামের ফয়জুদ্দিনের ছেলে। সংঘর্ষে আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ১১ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরেই আনছারডাঙ্গী গ্রামের সেন্টু মিয়ার সাথে একই গ্রামের জামাল উদ্দিনের বিরোধ চলে আসছিল। আজ ওই জমিতে ধান কাটতে যায় সেন্টু মিয়ার লোকজন।
এ সময় জামাল উদ্দিনের পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত শাহজাহান সেন্টু মিয়ার পক্ষের ছিলেন।
ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি নিজে ওই এলাকা পরিদর্শন করেছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।