বান্দরবানে দুটি উন্নয়নকাজের উদ্বোধন
বান্দরবানে দুটি উন্নয়নকাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার কুহালং ইউনিয়নে এসব উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
উন্নয়নকাজগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ক্যায়ামলং বৌদ্ধবিহারের সরাইখানা নির্মাণ ও ১০ লাখ টাকা ব্যয়ে ক্যায়ামলংপাড়া যুব সমবায় সমিতির ভবন নির্মাণ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মী পদ দাস, সিইয়ং ম্রো, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে দেশের জনগণের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সরকার। আর বিএনপি জোট দেশে ধংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।