কুষ্টিয়ায় ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার রানাখড়িয়ায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, শহরের কানাবিল মোড় থেকে ভ্যানচালক শাহজাহান প্রামাণিক স্ত্রী ও স্ত্রীর বড় বোনকে নিয়ে দৌলতপুরে যাচ্ছিলেন। ভ্যানটি দুপুর ১টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের রানাখড়িয়ায় পৌঁছালে কুষ্টিয়াগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক শাহজাহান (৫০) ও স্ত্রীর বোন ফরিদা খাতুন (৫৫) ঘটনাস্থলেই মারা যান। আহত হন শাহজাহানের স্ত্রী বানু খাতুন (৪৭)। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।