রাজবাড়ীতে বজ্রপাতে দুজন নিহত
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামে গতকাল শুক্রবার রাতে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। এঁরা হলেন একই গ্রামের রুবেল শেখ (১৫) ও তার ভাবি পারভিন বেগম (১৮)।
বসন্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন জানান, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে হালকা বৃষ্টির সময় স্থানীয় কোলা সদরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রুবেল ও তার বড় ভাইয়ের স্ত্রী পারভিন তাঁদের ঘরের বারান্দায় বসে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তাঁরা দুজনেই গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্যরা দুজনকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ শনিবার দুপুরে জানাজা শেষে পারভিন ও রুবেলের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।