সমুদ্রে নিম্নচাপের প্রভাবে পিরোজপুরের জনজীবন বিপর্যস্ত
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করা নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নাডা’র প্রভাবে পিরোজপুরসহ উপকূলীয় এলাকায় গতকাল শুক্রবার থেকে থেমে থেমে চলছে বৃষ্টিপাত। গতকাল গভীর রাত থেকে আজ শনিবার সারা দিনই ঝড়ো হাওয়া আর বৃষ্টির কারণে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
প্রচণ্ড ঠান্ডা আর বৃষ্টির কারণে পথঘাটে মানুষের চলাচল অনেক কমে গেছে। অন্যদিকে বিভিন্ন স্থান থেকে ঘূর্ণিঝড় নাডা’র খবরে সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে আতঙ্ক। নয় বছর আগে এই নভেম্বর মাসেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘সিডর’ লণ্ডভণ্ড করে দিয়েছিল উপকূল। সে কারণে আরো বেশি ভীতির মধ্যে রয়েছেন পিরোজপুরের সাধারণ মানুষ।
এদিকে খেটে খাওয়া মানুষ বৃষ্টির জন্য কোনো কাজ না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। সেই সঙ্গে ঘূর্ণিঝড় হলে আশ্রয়ের বিষয়টি নিয়েও ভাবনায় পড়েছেন তাঁরা।