বঙ্গোপসাগরে ৬ ট্রলারসহ ৯৮ জেলে নিখোঁজ
ঘূর্ণিঝড় নাডার প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়ের কবলে পড়ে ছয় ট্রলারসহ ৯৮ জেলে নিখোঁজ রয়েছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি আজ রোববার এ তথ্য জানিয়েছে।
গতকাল শনিবার সকালে গভীর সমুদ্রে ঝড়ো হাওয়ায় ট্রলার নিখোঁজের ঘটনা ঘটলেও আজ দুপুর পর্যন্ত ট্রলারসহ এই জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ট্রলারগুলো হলো, এফবি নুর ভানু, এফবি তামান্না, এফবি আবদুল্লাহ, এফবি মেহেরিন, এফবি নুমানা ও এফবি মায়ের দোয়া।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ট্রলারটি নিখোঁজের খবর তাৎক্ষণিক কোস্টগার্ডের পশ্চিম জোনকে জানানো হয়েছে। তারা ফোর্স নিয়ে ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানান তিনি।