ভারতীয় বউ নিয়ে ফেরার পথে আটক
ভারতীয় মেয়েকে বিয়ে করে বাংলাদেশে অবৈধভাবে ফেরার পথে নবদম্পতিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে খাগড়াছড়ির রামগড় উপজেলায় ফেনী নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশকালে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মধ্যম তালবাড়িয়া গ্রামের সানু দাশগুপ্ত (২৮) ও ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার লদুয়া চা-বাগানের পূর্ণবালা কলোনির সন মালা ত্রিপুরা (১৮)। আটক দুজনকে রামগড় থানা পুলিশে সোপর্দের পর আজ শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, ছয়-সাত মাস আগে মামাতো বোনের বাড়িতে বেড়াতে যান দক্ষিণ ত্রিপুরার সাব্রুম বাংলাদেশি যুবক সানু দাশগুপ্ত। সেখানে পরিচয় হয় চা-শ্রমিক সন মালা ত্রিপুরার সাথে। পয়লা বৈশাখে পারিবারিকভাবে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
১১ বিজিবি ব্যাটালিয়নের রামগড় সদর বিওপির হাবিলদার রুহুল আমিন জানান, শুক্রবার দিবাগত রাতে রামগড় আনন্দপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে সানু ও সন মালাকে আটক করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, অনুপ্রবেশের অভিযোগে বিজিবির হাবিলদার রুহুল আমিন বাদী হয়ে থানায় মামলা করেছেন।