চুয়াডাঙ্গায় জমিজমা বিরোধে একজন খুন
চুয়াডাঙ্গার সদর উপজেলার হরিশপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আবদুর রাজ্জাক (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। চাচাতো ভাই ইউনুসসহ তাঁর লোকজন আজ শনিবার সকালে রাজ্জাককে পেটায় বলে অভিযোগ পাওয়া গেছে।
আবদুর রাজ্জাক হরিশপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আবদুর রাজ্জাকের সাথে চাচাতো ভাই ইউনুসসহ তাঁর লোকজনের পৈতৃক জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইউনুসসহ তাঁর লোকজন আবদুর রাজ্জাককে পিটিয়ে গুরুতর আহত করেন। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের বাবা বদর উদ্দিন জানান, জমিজমা বিরোধের জের ধরে ইউনুসসহ তাঁর লোকজন পিটিয়ে আবদুর রাজ্জাককে হত্যা করেছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।