মেহেরপুরে নাশকতার আশঙ্কায় আটক ১৩
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে গতকাল শনিবার রাতে ১৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সরকারবিরোধী সভা ও নাশকতা চালাতে পারে—এমন আশঙ্কায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুজিবনগর থানার উপপরিদর্শক (এসআই) মুফিদুল ইসলাম জানান, মোনাখালী মধ্যপাড়া জামে মসজিদে শনিবার রাত ১০টার দিকে জামায়াত-শিবির লোকজন সরকারবিরোধী সভা করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেরে তারা মসজিদ থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ওই সাতজনকে আটক করা হয়। তাদের কার্যবিধির ১৫১ ধারায় আজ রোববার মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।
আটক ব্যক্তিরা হচ্ছেন মোনাখালী গ্রামের আজিজুল ইসলাম (৫২), শাহাবুদ্দীন (৩৫), ইসতারুল ইসলাম (৪৬), শহিদ ফরাজী (৩৬), হাফিজুর রহমান (৩৫), শাহিন আলম (৩৬) ও শিবিরকর্মী আলমগীর হোসেন (২২)।
এদিকে, নাশকতা চালাতে পারে এমন সন্দেহের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে ছয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তারা বিএনপির কর্মী-সমর্থক।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখ জানান, নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হবে।