রাজবাড়ীতে কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় শরিষা ইউনিয়নের পিরআলীপাড়ায় এক দিনমজুর কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ওই কৃষকের নাম মন্টু খাঁ (৪৫)।
পাংশা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, রাত প্রায় দেড়টার দিকে কে বা কারা তাঁকে বাড়ি থেকে ডেকে প্রায় এক কিলোমিটার দূরে পালেরডাঙ্গি বটগাছের নিচে নিয়ে তাঁর মাথায় ও বুকে তিনটি গুলি করে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাতেই তাঁর লাশ উদ্ধার করে। আজ রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি গুলির খোসা উদ্ধার করেছে। এ ব্যাপারে পাংশা থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।