টাঙ্গাইলে ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার, যুবক আটক
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মেহেদী হাসান (১৯) নামের এক যুবককে আটক করা হয়। তাঁর বাড়ি রাজশাহীর পুঠিয়া থানার বানেশ্বর গ্রামে।
আজ সোমবার উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর এলাকায় ট্রাকে তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব হোসেন বিকেল ৩টায় তাঁর সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সার্জেন্ট ওয়ালিদ জোকারচর এলাকায় চেকপোস্ট স্থাপন করেন। এ সময় রাজশাহীর বানেশ্বর থেকে ঢাকাগামী একটি ট্রাককে থামতে সিগন্যাল দিলে চালক ট্রাকটি থামিয়ে দৌড়ে পালিয়ে যান।
পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে সাতটি বস্তা থেকে এক হাজার ৬৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় মেহেদী হাসানকে। ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে।