মুন্সীগঞ্জে অটোরিকশার চাপায় শিশু নিহত
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ঢাকা-টঙ্গীবাড়ী সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় কণিকা আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে বণিক্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাতিমারা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, জামাল হোসেনের মেয়ে নিহত কণিকা আক্তার ১৯ নম্বর ভট্টাচার্যের-বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
আজ সকালে স্কুল খোলা ভেবে দৌড় দিয়ে রাস্তা পারাপারের সময় সিপাহীপাড়াগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পায় কণিকা। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় অটোরিকশার চালক কণিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু ঘটে।
স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা হলে ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয় বলে জানান এএসআই।