ছিটবাসীদের সব দাবি পূরণ হবে : সন্দীপ মিত্র
‘বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় যেসব ছিটমহল আছে, সেগুলোর জন্য প্রয়োজনীয় যেসব ব্যবস্থা গ্রহণ করা দরকার তা বাংলাদেশ সরকার গ্রহণ করবে। এ ছাড়া ছিটমহলবাসীর যেসব দাবি রয়েছে, তার সবটাই নিশ্চয়ই পূরণ করা হবে।’
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অভ্যন্তরে থাকা ভারতীয় বাঁশকাটা ছিটমহল পরিদর্শনে এসে আজ রোববার দুপুরে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র।
হাইকমিশনার ছিটমহলে এসে পৌঁছালে তাঁকে ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানায় ছিটমহলবাসী। পরে তিনি সেখানে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন।
ছিটমহল পরিদর্শনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, ‘স্থলসীমান্ত চুক্তিতে উল্লেখিত স্থিতাবস্থা বজায় রয়েছে কি না, স্থানীয় প্রশাসন ছিটমহলবাসীকে কতটুকু সহায়তা করছে এবং এখানকার বাসিন্দারা কেমন আছেন তা দেখতে এসেছি।’
মুজিব-ইন্দিরা চুক্তির পর সম্প্রতি ভারতীয় সংবিধানে তা অনুমোদনের বিষয়টিকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ উল্লেখ করে সন্দীপ মিত্র বলেন, ‘চুক্তিটি এখন বাস্তবায়নের পথে রয়েছে।’
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির লালমনিরহাট জেলার সভাপতি শাহ্ আব্দুল হামিদ আফতাবির সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুব আলম, লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) আদিবুল ইসলাম, রংপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তফা সোহরাব টিটু, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও বাংলাদেশ ইউনিটের সভাপতি মঈনুল হক।
সভাশেষে সহকারী হাইকমিশনার আশপাশের আরো কয়েকটি ছিটমহল পরিদর্শন করেন।