দিনাজপুরে বিআরটিসির বাসের ধাক্কায় প্রাণ গেল একজনের
দিনাজপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বুধবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার দিনাজপুর-দশমাইল সড়কের পল্লী বিদ্যুৎ ১-এর কাছে এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম জিল্লুর রহমান। তিনি সদর উপজেলার এক নম্বর চেহেলগাজী ইউনিয়নের শুভ্রা চেয়ারম্যানপাড়া গ্রামের আবদুর রহিমের ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদয়ানুল করিম জানান, বিকেলে দিনাজপুর থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসটি দশমাইল যাওয়ার পথে পল্লী বিদ্যুৎ-১ এলাকার কাছে মোটরসাইকেল আরোহী জিল্লুরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। তবে দুর্ঘটনার পর দ্রুত বিআরটিসির বাসটি পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।