দিনাজপুরে ১০ টাকা কেজি চালে অনিয়মে ডিলারশিপ বাতিল
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ১০ টাকা কেজি দরের চালে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের ফলে চাল গ্রহণকারীদের মধ্যে ৯৯১ জনের নাম ও দুজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান এ ঘোষণা দেন। পরে তালিকা সংশোধন ও নতুন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
এর মধ্যে জয়পুর ইউনিয়নে ৫১ জন, বিনোদনগরে ১৪৭ জন, গোলাপগঞ্জে ৯৪ জন, শালখুরিয়ায় ৩৬ জন, পুটিমারায় ৩৬ জন, ভাদুরিয়ায় ১৯৫ জন, দাউদপুরে ৩২৫ জন, মাহমুদপুরে ৮১ জন ও কুশদহ ইউনিয়নে ২৬ জনের নাম পরিবর্তন করা হয়েছে।
খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগে তাঁদের নাম ও ডিলারশিপ বাতিল করা হয়েছে।
তালিকায় নতুন অন্তর্ভুক্তরা আগামী শুক্রবার ১১ নভেম্বর থেকে চাল কিনতে পারবেন বলে জানানো হয়।