চুয়াডাঙ্গায় গণপিটুনিতে একজন নিহত, আহত ২
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ব্র্যাকমোড়ে আজ রোববার সন্ধ্যায় গণপিটুনিতে চাঁদ আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
হতাহত ব্যক্তিরা ডাকাত বলে পুলিশ দাবি করেছে। তাদের কাছ থেকে লুট করা ৩০ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
নিহত চাঁদ আলীর বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়। গণপিটুনিতে আহত দুজন হলেন রুবেল ও মালেক। তাঁরা এখন পুলিশের হেফাজতে রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে , আজ রোববার সন্ধ্যার কিছুক্ষণ আগে পাঁচ সদস্যের একদল ডাকাত দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামে এক লাখ ৮৭ হাজার টাকা ডাকাতি শেষে দর্শনা হল্ট স্টেশন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে চুয়াডাঙ্গার দিকে আসছিল। দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের লোকজন বিষয়টি মুঠোফোনে ওই অটোরিকশা চালককে জানান। চালক দামুড়হুদার ব্র্যাকমোড়ে গাড়ি থামিয়ে উপস্থিত লোকজনকে বিষয়টি জানান। উপস্থিত লোকজন ডাকাতদের ধরে পিটুনি শুরু করে। এতে চাঁদ আলীর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেল ও মালেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হেফাজতে নেয়। পালিয়ে যেতে সক্ষম হয় ডাকাতদলের প্রধান দামুড়হুদা বসুতিপাড়ার আজিবার।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।