মাদারীপুরে ২০ বাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ
মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় আজ শনিবার ২০টি বাড়ি ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় কমপক্ষে ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। দুপুর ১২টার দিকে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মান্নান লস্কর ও সেলিম কাজীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। খেলাধুলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সেলিম কাজীর সমর্থক নূর মোহাম্মদ কাজীর ছেলে বখতিয়ারকে মারধর করে মান্নান লস্করের সমর্থক আক্কাস বেপারীর লোকজন। এই ঘটনায় নূর মোহাম্মদ কাজীর লোকজন আক্কাস বেপারীর ছেলে জুয়েলকে মারধর করে।
নূর মোহাম্মদ কাজীর লোকজন আজ নূর মোহাম্মদ ফকির, হালান বেপারী, মোতালেব লস্কর, জাকির মাতুব্বর, নুরু মাতুব্বর, আজাদ মাতুব্বর, মিজান বেপারী, মোকসেদ বেপারী, আমিনুল বেপারী, রাসেদুল বেপারী, রমিজ সরদার, শাহ আলম সরদার, হাই সরদার, আকুবালি বেপারী ও আক্কাস বেপারীর বসত ঘরসহ দুই পক্ষের কমপক্ষে ২০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগ, এ সময় ঘরে থাকা টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে। ক্ষতিগ্রস্ত রোকেয়া বেগম নামের এক বৃদ্ধা বলেন, ‘আমরা কোনো দলবল করি না, তবু ওরা আমার ছেলের ঘর কুপিয়ে ঘরের জিনিসপত্র নিয়ে গেছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আধিপত্য বিস্তার নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।