গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ধাবেরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জয়নুল আবেদিন জানান, রাতে কুড়িগ্রাম থেকে সিলেটগামী রোমার এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস রংপুর-ঢাকা মহাসড়কের সাদুল্যাপুরের বত্রিশ মাইল এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন আরো অন্তত ৩২ যাত্রী। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন লালমণিরহাট সদর উপজেলার কশামাড়ী গ্রামের আবু তালেব (৫০) ও কুড়িগ্রামের উলিপুরের আশুরা (৭)। আজ সোমবার লাশ দুটি তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।