নেত্রকোনায় কৃষক হত্যায় তিনজনের যাবজ্জীবন
নেত্রকোনার বারহাট্টা উপজেলার কৃষক দুলাল উদ্দিন মণ্ডলকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ আসামিদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বারহাট্টা উপজেলার কেওড়াশি গ্রামের হাবিবুর রহমান (৩২), আলাল মিয়া (৩১) ও হাবিবুর রহমান ওরফে হাইট্টা (৩৭)। এ ছাড়া প্রত্যেককেই ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আসামিরা সবাই পলাতক।
২০০৫ সালের ২৬ সেপ্টেম্বর পূর্বশত্রুতার জের ধরে আসামিরা দুলালকে তাঁর বসতবাড়িতে ঘুম থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে। এর পরদিন নিহতের ছোট ভাই রজব আলী বাদী হয়ে বারহাট্টা থানায় একটি হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০০৬ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দেয় পুলিশ। এ মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে আজ রায় দিলেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মো. সাইফুল আলম প্রদীপ এবং আসামিপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মো. আনিসুর রহমান ও অ্যাডভোকেট পূরবী কুণ্ডু।