সীমান্তে ৩ নারী আটক, রুপি উদ্ধার
দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর সীমান্ত থেকে তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে আড়াই হাজার ভারতীয় রুপি, মোবাইল সিমসহ দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ওই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই নারীকে আটক করা হয়।
এঁরা হলেন ঝিনাইদহ জেলা সদরের বান্দারী গ্রামের আজাদ মিয়ার স্ত্রী পারভীন আখতার (৩৫), তাঁর মেয়ে সাথী আখতার (১৮) এবং একই গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী নিরু খাতুন (৩০)। এঁদের মধ্যে পারভীন বাংলাদেশ ও ভারত উভয় দেশের নাগরিক বলে জানায় বিজিবি।
উপজেলার দাউদপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার মো. রফিক উদ্দীন জানান, দুপুরের দিকে আটককৃত তিন নারী ভারতে যাওয়ার জন্য দক্ষিণ দাউদপুর গ্রামের আফিজ উদ্দীনের ছেলে ভোলা মিয়ার বাড়িতে এসে ওঠেন। এ সময় ভোলা মিয়া তিনজনের কাছ থেকে নয় হাজার টাকা নিয়ে সুযোগ বুঝে তাঁদের ভারতে পাঠানোর জন্য দক্ষিণ দাউদপুর সীমান্তের ২৯০/৫ নম্বর সাব সীমানা পিলারের কাছে এনে জড়ো করেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে তাঁদের আটক করেন।
বিজিবি কমান্ডার আরো জানান, পারভীন আখতারের কাছ থেকে ভারতীয় নাগরিকত্বের একটি কার্ড পাওয়া গেছে। এ ব্যাপারে বিরামপুর থানায় মামলা দায়ের করা হবে।
ফুলবাড়ী-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কোরবান আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।