দিনাজপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
দিনাজপুর শহর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ওই গৃহবধূর স্বামী। পুলিশ গৃহবধূর শাশুড়িকে আটক করেছে।
আজ শনিবার দুপুরে শহরের ৬ নম্বর উপশহর এলাকা থকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহত সাইদা সুপাহা (২২) ওই এলাকার রেজাউল ইসলাম রেজার স্ত্রী এবং সদর উপজেলার হরিহরপুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। সাইদার পরিবার এ ব্যাপারে হত্যার অভিযোগ এনেছে। আটক করা হয়েছে রেজার মা নূরজাহানকে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুমন পারভেজ জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তিনি সাইদা সুপাহার লাশ মেঝেতে পড়ে থাকা অবস্থায় দেখতে পান। শাশুড়ি নূরজাহান বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।
লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
নিহতের ভাই মিনহারুল ইসলাম অভিযোগ করেন বলেন, ‘সাইদাকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। মারা যাওয়ার কিছু আগে সাইদা আমাকে ফোন দিয়েছিল। তখন সে বলে, ভাই তুই তাড়াতাড়ি আয়, এরা আমাকে মেরে ফেলতে চাচ্ছে।’
‘আমি এসে দেখি আমার বোনকে মেরে ফেলেছে’, যোগ করেন মিনহারুল।