ঠাকুরগাঁও থেকে কাজী ফার্মস স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন
ঠাকুরগাঁও থেকে কাজী ফার্মসের গ্রুপ অফিস ও ফিড মিল স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছে কাজী ফার্মস শ্রমিক ঐক্য পরিষদ। আজ সোমবার দুপুরে শ্রমিকরা শহরের পরোনো বাসস্ট্যান্ড এলাকার ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে শ্রমিকরা জানান, স্থানীয় ট্রাক ও ট্যাংকলরি শ্রমিকদের দ্বন্দ্বের কারণে কাজী ফার্মসের কর্মরত শ্রমিকরা চাকরি হারাতে বসেছে। অবিলম্বে কাজী ফার্মস কর্তৃপক্ষের সাথে বিষয়টি সমাধান করার অনুরোধ জানান তাঁরা।
মানববন্ধন কর্মসূচি শেষে শ্রমিকরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।