‘শিগগিরই ছিটমহল বিনিময় সম্পন্ন হবে’
ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দীপ মিত্র বলেছেন, খুব শিগগিরই ছিটমহল বিনিময় সম্পন্ন হবে। আজ সোমবার দুপুরে পঞ্চগড় জেলার ভেতরে অবস্থিত ভারতীয় ছিটমহলগুলো পরিদর্শন করার সময় এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এর আগে সন্দীপ মিত্র পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের গাড়াতি, বোদা উপজেলার নাজিরগঞ্জ, নাটকটোকা, বেহুলাডাঙ্গা, দেবীগঞ্জ উপজেলার কোটভাজনি, বালাপাড়া খাগড়াবাড়ি, দহলা ও খাগড়াবাড়ি ছিটমহল পরিদর্শন করেন। এ সময় তিনি ছিটমহলের বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। পরে তিনি ছিটমহলের ভেতরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য দেন।
আলোচনা সভায় সন্দীপ মিত্র বলেন, ‘আমার আসার উদ্দেশ্য হচ্ছে ছিটমহলবাসীর আনন্দের শরিক হওয়া। আর যদি আমার পক্ষে সম্ভব হয়, তাহলে তাঁদের দ্বিধাদ্বন্দ্ব কিছুটা হলেও দূর করা। এই হলো উদ্দেশ্য।’
ডেপুটি হাইকমিশনার বলেন, ‘বাস্তবায়ন করতে গেলে যে বাস্তব সমস্যাগুলো সামনে আসবে, সেগুলো সমাধানের জন্য উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন, তাঁরা এই ব্যাপারগুলোকে দেখবেন। দুই সরকার অবহিত আছে। এই জট অবশ্যই কেটে যাবে। প্রতিবন্ধকতা তো আর কিছু আছে বলে আমার মনে হয় না। তবে কিছু সময় লাগবে, কিছু আইনি প্রক্রিয়া এখনো বাকি আছে। কত দিন লাগবে সেটা আমি বলতে পারি না। আমি শুধু এইটুকু বলতে পারি উভয়পক্ষ আন্তরিক এবং খুব শিগগিরই সে প্রক্রিয়া (ছিটমহল বিনিময়) সম্পন্ন হবে।’
আলোচনা সভায় ডেপুটি হাইকমিশনারের স্ত্রী সীমা মিত্র, বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ অংশের সভাপতি ময়নুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও আইন উপদেষ্টা আব্রাহাম লিংকনসহ স্থানীয় ছিটমহলের নেতারা উপস্থিত ছিলেন।