সালাহ উদ্দিনকে তৃতীয় দেশে নিতে চান স্ত্রী
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে চিকিৎসার জন্য বাংলাদেশ ও ভারত ছাড়া তৃতীয় কোনো দেশে নিতে চান তাঁর স্ত্রী হাসিনা আহমেদ। ভারতের শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন সালাহ উদ্দিন আহমেদের সাথে সাক্ষাতের পর তিনি এ কথা জানান।
আজ সোমবার সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ শিলং পৌঁছান। সন্ধ্যায় সালাহ উদ্দিনের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে। হাসিনা আহমেদ জানিয়েছেন, খুব শিগগিরই ভারতে আইনি প্রক্রিয়া শুরু করতে চান তিনি। একই সঙ্গে চিকিৎসার জন্য তৃতীয় কোনো দেশে সালাহ উদ্দিনকে নিয়ে যেতে চান তিনি।
এর আগে শিলংয়ে অবস্থান করা বিএনপির সহদপ্তরবিষয়ক সম্পাদক আবদুল লতিফ জনি চিকিৎসার জন্য সালাহ উদ্দিন আহমেদকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন।
হাসিনা আহমেদ সাংবাদিকদের জানান, সালাহ উদ্দিন আহমেদকে ভারত সরকার সেবা দিয়েছে, চিকিৎসা দিয়েছে। এ জন্য তিনি ভারত সরকারের প্রতি কৃতজ্ঞ।
গতকাল রোববার শিলংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন হাসিনা আহমেদ। আজ সোমবার কোলকাতা থেকে দুপুর ১২টায় বিমানে আসামের গৌহাটিতে আসেন হাসিনা। সেখান থেকে সড়ক পথে শিলং আসেন তিনি। বৃষ্টির জন্য সড়কপথে আসতে দেরি হয় তাঁর। সন্ধ্যার পর তিনি সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করার সুযোগ পান। প্রায় আড়াই মাস পর স্বামীর দেখা পেলেন হাসিনা আহমেদ।
গত ১২ মে সালাহ উদ্দিনকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। এর আগের দিন তাঁকে উদ্ধারের পর একটি মানসিক হাসপাতালে নেওয়া হয়েছিল। এ দিনই বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করায় ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী সালাহ উদ্দিনকে আটক করে মেঘালয় পুলিশ।