তিন সাঁওতালের হাতকড়া খোলার নির্দেশনা চেয়ে রিট
গাইবান্ধায় হামলায় আহত সাঁওতাল সম্প্রদায়ের তিনজনকে হাতকড়া খুলে চিকিৎসা দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট জারি করেন।
তিন সাঁওতাল হলেন বিমল কিস্কু, ডিজেন টুডু ও চরন সরেন।
গতকাল রোববার জাতীয় একটি দৈনিকে তিন সাঁওতালকে হাতকড়া পরিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এ ধরনের একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি সংযুক্ত করে জ্যোতির্ময় বড়ুয়া এ রিট আবেদনটি করেন।
এ বিষয়ে ব্যারিস্টার জ্যোতির্ময় বলেন, ‘কোনো আসামিকে চিকিৎসা দিতে হলেও হাতকড়া পরা অবস্থায় চিকিৎসা দেওয়া সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকার লঙ্ঘন। তাদের হাতকড়া খুলে চিকিৎসা দেওয়ার নির্দেশনা চেয়েই এ রিট আবেদন করা হয়েছে।’
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ আখ খামারের জমি নিয়ে বিরোধের জের ধরে সেখানে বাস করা প্রায় আড়াই হাজার সাঁওতাল বসতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় বাঙালি-পুলিশ ও সাঁওতালদের মধ্যে সংঘর্ষে বেশ কজন সাঁওতাল আহত হন। মামলা করা হয় শতাধিক সাঁওতালের ব্যক্তির নামে। এ ঘটনায় আহত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের হাতকড়া ও কোমরে দড়ি বেঁধে চিকিৎসা দেওয়া হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
হামলায় এ পর্যন্ত তিনজনের সাঁওতালের মৃত্যুর খবর পাওয়া গেছে।