লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে ছাত্রলীগকর্মী নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানী লক্ষ্মীপুর এলাকায় মামুন হোসেন নামের ছাত্রলীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মামুন হোসেন আমানী লক্ষ্মীপুর গ্রামের আবু তৈয়বের ছেলে। তিনি স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে দুর্বৃত্তরা মামুনকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর) জুনায়েত কাউসার হত্যার বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, মামুনের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে।