ঠাকুরগাঁওয়ে মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবল শুরু
ঠাকুরগাঁওয়ে পাঁচ দিনব্যাপী জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবল খেলা শুরু হয়েছে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে খেলার উদ্বোধন হয়।
জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র এস এম মইন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মমিনুল হক বাবু।
উদ্বোধনী খেলায় দিনাজপুর জেলা পঞ্চগড় জেলাকে ৮-১ গোলে পরাজিত করে। তিস্তা অঞ্চল হিসেবে এ খেলায় রংপুর, নীলফামারী, গাইবান্ধাসহ পাঁচ জেলার খেলোয়াড়রা অংশ নেন।
উদ্বোধনী খেলা দেখতে প্রশাসনিক কর্মকর্তারা ছাড়াও ঠাকুরগাঁও জেলাসহ কয়েকটি জেলার ক্রীড়াপ্রেমীরা মাঠে উপস্থিত হন।