হবিগঞ্জের আবদুর রাজ্জাক মৌলভীবাজারে গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি হবিগঞ্জের আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার আতানগিরি এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবদুর রাজ্জাকের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আতানগিরি এলাকায় অভিযান চালিয়ে আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। আজ দুপুর ১টার দিকে বানিয়াচং থানায় এক প্রেস ব্রিফিং শেষে আসামি আবদুর রাজ্জাককে ঢাকায় পাঠানো হবে বলেও জানান তিনি।
আবদুর রাজ্জাক মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হবিগঞ্জ জেলার নবীগঞ্জের দুই সহোদর মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমান আঙ্গুর মিয়ার চাচাতো ভাই। একই অভিযোগে তাঁকেও গ্রেপ্তার করা হলো। গত ১৭ মে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।