কলেজছাত্রীর ওপর হামলাকারীদের বিচারের দাবি
পিরোজপুরের তেজদাসকাঠী কলেজছাত্রীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে।
আজ মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম,শিক্ষক ও শিক্ষার্থীরা। হামলার শিকার ওই ছাত্রী দেজদাসকাঠী কলেজের একাদশ শ্রেণিতে পড়ে।
জানা যায়, গত রোববার বিকেল ৩টার দিকে ওই ছাত্রী কলেজ থেকে বাড়ি ফেরার পথে চলিশা বাজারের কাছে তিন দুর্বৃত্ত মোটরসাইকেলে তার পথ রোধ করে। পরে হেলমেট পরা দুজন তার দুই হাত ধরে পিছমোড়া করে রাখে। দুর্বৃত্তরা ছুরি দিয়ে আঁখিকে আঘাত করে। সে বাধা দিলে তার হাত কেটে দেয়। এ সময় সে চিৎকার দিলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।