রংপুরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ
রংপুর শহরে নির্মাণাধীন বাড়ির ভিত্তি (ফাউন্ডেশন) খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণে এক নির্মাণশ্রমিকের কব্জি উড়ে গেছে। আজ দুপুর ১২টার দিকে শহরের সিও বাজারসংলগ্ন বিসিক রোডে এ ঘটনা ঘটে।
আহত নির্মাণশ্রমিক আমিনুল ইসলামকে (৪০) গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় বাসিন্দা সেকেন্দার আলীর নির্মাণাধীন বাড়িতে ঘটনাটি ঘটেছে। একটি প্লাস্টিকের বয়ামে করে সেখানে বোমা পুঁতে রাখা হয়েছিল।
দুপুর ১২টার দিকে মাটি খোঁড়ার সময় কোদালের আঘাত লাগলে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় নির্মাণশ্রমিক আমিনুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে একই ধরনের আরেকটি প্লাস্টিকের বয়াম রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে আরো বোমা থাকতে পারে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, রংপুর সেনানিবাসের বোমা বিশেষজ্ঞ দলের সহায়তা চাওয়া হয়েছে। তাঁরা এলেই ঘটনাস্থলে আরো বোমা আছে কি না, খতিয়ে দেখা হবে। বোমা থাকলে তা নিষ্ক্রিয় করা হবে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নির্মাণাধীন বাড়ির স্থলে একটি টিনশেড বাড়ি ছিল, যার মালিক ছিলেন স্থানীয় জামায়াত নেতা ওসমান গণি। এক বছর আগে তাঁর কাছ থেকে সেকেন্দার আলী বাড়ি কেনেন।
বর্তমানে ঘটনাস্থল ঘিরে রেখে পুলিশ।