আখাউড়ায় বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ার গঙ্গাসাগর এলাকায় আজ শনিবার সন্ধ্যায় নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন মাস্টার ইউনুছ মিয়া এনটিভিকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেনটি আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় গঙ্গাসাগর এলাকা অতিক্রমের সময় পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে এই পথের বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়েছে।
আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানান ইউনুছ মিয়া।