বাগেরহাটে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড
বাগেরহাটের মোড়েলগঞ্জে চিংড়িঘের ব্যবসায়ী সরোয়ার হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এই রায় দেন।
রায় ঘোষণাকালে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া কোনো আসামি উপস্থিত ছিলেন না। তবে যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া আসামি হারুন শেখ উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন মোড়েলগঞ্জের বহরবুনিয়া গ্রামের লাবলু খাঁ (৪১), উত্তর ফুলহাতা গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবি ডাকাত, ছাপড়াখালী গ্রামের আল আমীন হাওলাদার, সূর্যমুখী গ্রামের বেল্লাল হোসেন। তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া হারুন শেখকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, চিংড়িঘের ও জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ২০০৬ সালের ২০ ফেব্রুয়ারি উত্তর ফুলহাতা গ্রামের ছবির উদ্দিনের ছেলে সরোয়ার হোসেনকে আসামিরা বাড়ি থেকে ডেকে বয়ার শিংগা খালেরপাড়ে নিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়। এই ঘটনার দুই দিন পর ২২ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী সেলিনা বেগম মোড়েলগঞ্জ থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) জালাল পরের বছর ৩০ অক্টোবর ১২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
১০ জনের সাক্ষ্য ও মামলার কার্যক্রম শেষে আদালত এই রায় দেন। আদালতে আসামিপক্ষে শাহ ই আলম বাচ্চু ও সরকার পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ আলী মামলাটি পরিচালনা করেন।