ডাকাত সন্দেহে গণপিটুনিতে আহতদের কেরানীগঞ্জে হস্তান্তর
ডাকাত সন্দেহে গণপিটুনিতে আহত পাঁচজনকে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন সিঙ্গাইর উপজেলার কিটিংচর গ্রামের জুলহাস হোসেন (২০), লিটন হোসেন, (২২), ভাগুলি গ্রামের মঞ্জু হোসেন (২২), মাদারীপুর সদর উপজেলার শাহ আলম (২৮) ও আরিফ মিয়া (১৮)।
এর আগে গতকাল সোমবার রাতে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামবাসী ডাকাত সন্দেহে সাতজনকে ধরে পিটুনি দেয়। তাদের মধ্যে ঘটনাস্থলেই আমিনুল খান (২৪) ও রেজু (২৭) নামে দুজন মারা যান। আর পাঁচজনকে আহত অবস্থায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, সোমবার রাত ১০টার দিকে ১০-১২ জন ডাকাত রসুলপুর গ্রাম দিয়ে সিংগাইরে আসছিল। এ সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে সাতজনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আহত অবস্থায় পাঁচজনকে আটক করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পুলিশি পাহারায় তাঁদের চিকিৎসা দেওয়া হয়। এরপর দুপুর ১টার দিকে পাঁচজনকেই কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।