গাইবান্ধায় পেট্রলবোমা হামলার বিচার দাবি বিএনপির
গাইবান্ধায় গতকাল শুক্রবার রাতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার নিন্দা জানিয়েছে বিএনপি। একই সঙ্গে ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি’ করেছে দলটি।
আজ শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে ওই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। গাইবান্ধায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের সুস্থতা কামনা করা হয়।
গতকাল রাত পৌনে ১১টার দিকে গাইবান্ধার তুলসীঘাট এলাকায় ঢাকাগামী একটি বাসে পেট্রলবোমা হামলায় শিশুসহ পাঁচজন নিহত হয়। দগ্ধ হয় আরো ৪০ জন।
সালাহ উদ্দিন আহমেদের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বরারবই বলে আসছে যে, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে তারা আদৌ জড়িত নয়। বরং ২০ দলীয় জোটের গণতন্ত্র মুক্তি আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকারই এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে বিরোধী দলের ওপর দায় চাপানো এবং নিয়ন্ত্রিত গণমাধ্যমে তা প্রচার ও প্রকাশের অপচেষ্টা অব্যাহত রেখেছে।’
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন অনুষ্ঠান করে আওয়ামী লীগই রাজনৈতিক ভুল করেছে এবং সেই ভুলের খেসারত আওয়ামী লীগ ও তার দোসরদেরই নিতে হবে, সেই দায় জনগণ নেবে না।’
গতকাল প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করা হয়েছে বিবৃতিতে। এ ছাড়া বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।