অ্যাটকো সভাপতির মুক্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাহতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক সরদার আল আমিনসহ সাংবাদিক নেতারা মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তব্য দেন।