বিএনপির সম্মেলন ঘিরে সখীপুরে ১৪৪ ধারা
টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সম্মেলনকে ঘিরে একই স্থানে দুই পক্ষের সভা ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আজ সোমবার সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু একই স্থানে সম্মেলন বাতিলের দাবিতে স্থানীয় বিএনপির অপর একটি অংশ সভা করার ঘোষণা দিলে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
সখীপুরের ভারপ্রাপ্ত উপজেলা নিবাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার আরিফা সিদ্দিকা (ভূমি) বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্মেলন ঘিরে গতকাল রোববার থেকেই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। বিকেল ৫টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিবের নেতৃত্বে সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। সেখানে সম্মেলন প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।
অন্যদিকে, গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে সম্মেলনকে সফল করার লক্ষ্যে উপজেলা বিএনপি নেতা আহমেদ আযমের নেতৃত্বে একটি মিছিল ও সমাবেশ হয়।