পিরোজপুরে পাইপগানসহ গ্রেপ্তার ১
পিরোজপুর শহর থেকে একটি দেশীয় পাইপগান ও দুটি কার্তুজসহ নিজাম ফকির নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
গতকাল রোববার রাত ১০টার দিকে শহরের মধ্য ডুমুরিতলা এলাকা থেকে নিজামকে গ্রেপ্তার করা হয়। নিজামের বাড়ি ওই এলাকায়।
এ ঘটনায় পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব কান্তি মণ্ডল বাদী হয়ে নিজাম ফকিরের নামে অস্ত্র আইনে একটি মামলা করেছেন। এর আগেও নিজামের নামে অস্ত্র আইন, মাদক, দ্রুত বিচার আইন এবং ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বলেন, রোববার রাতে অভিযান চালিয়ে মধ্য ডুমুরিতলা এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী নিজাম ফকিরকে একটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করা হয়েছে।